শুধুই ভারত নয়, ইতিমধ্যেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় ঢুকে পড়েছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ অনেক প্রাক্তন ক্রিকেটারই। এ বার সে তালিকায় যোগ হল আর একটি নাম— জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মুখে শোনা গেল বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা। মিয়াঁদাদের মতে, বিরাটের রেকর্ডই ওর প্রতিভা বুঝিয়ে দিচ্ছে।
শোয়েব আখতার এবং ইনজামাম উল হকের মতো মিয়াঁদাদও একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। যেখানে কোহলিকে নিজের প্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইউটিউবে মিয়াঁদাদ বলেছেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার মতে ভারতীয় দলে সেরা ক্রিকেটার কে? আমি বিরাট কোহলিকে বেছে নিই। বিরাটই আমার প্রিয় ভারতীয় ক্রিকেটার।’ মিয়াঁদাদ এও যোগ করেন, ‘আমার বেশি কিছু বলার দরকার নেই। বিরাটের পারফরম্যান্সই ওর হয়ে কথা বলবে। পরিসংখ্যান তো সবাই দেখতে পাচ্ছেন। তাই সেটা না মেনে উপায় নেই।’
তবে মিয়াঁদাদের মুখে কোহলির পাশাপাশি রোহিত শর্মার প্রশংসাও শোনা গিয়েছে। তিনি মনে করেন, এই দুই ভারতীয় ব্যাটসম্যানের খেলা দেখে মনে হয়, ব্যাটিং কত সোজা। সব সময় সোজাসাপ্টা কথা বলতে ভালবাসা মিয়াঁদাদ নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ককে নিয়ে। তিনি বলেছেন, ‘বিরাট খুব পরিচ্ছন্ন শট খেলে। বিরাটের ব্যাটিং দেখতে সত্যিই ভাল লাগে।’