স্তব্ধ হওয়ার পথে দেশ। লক ডাউনের পথে কলকাতাও। করোনা সতর্কতায় নিজেদের সমস্ত সাংসদকে দিল্লী থেকে নিজেদের লোকসভা কেন্দ্রে ফেরার নির্দেশ দিল তৃণমূল। একইসঙ্গে রবিবার লোকসভা ও রাজ্যসভার সচিবালয়কে চিঠি লিখে বাংলার শাসকদল আর্জি জানিয়েছে, ২৩ মার্চ সোমবার থেকে সংসদের অধিবেশন আপাতত বন্ধ করে দেওয়া হোক।
কয়েকদিন আগে লোকসভার অধিবেশন চলার সময়ে তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদ গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, অধিবেশন বন্ধ করার কথা। তখন নাকি সেই সাংসদকে মৃদু তিরস্কারের সুরে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আপনি কি স্কুলের বাচ্চা ছেলে নাকি!”
কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃত্যুও। কার্যত লকডাউনের পথে দেশ। এই পরিস্থিতিতে নিজেদের সাংসদদের দিল্লী থেকে নিজের কেন্দ্রে ফিরে আসতে.বলল তৃণমূল। একই সঙ্গে দাবি জানাল অধিবেশন বন্ধেরও।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “প্রধানমন্ত্রী নিজে বলছেন একসঙ্গে অনেককে জড়ো না হতে। লোকসভা, রাজ্যসভায় এত জন সাংসদ, এত কর্মী রয়েছেন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া উচিত।”