করোনা রুখতে পান করতে হবে গোমূত্র- বিগত কয়েক সপ্তাহ ধরে এমনটাই প্রচার করে আসছিলেন বিজেপি নেতারা। এমনকি বাংলার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবধিও এই দাবিকে সমর্থন করেছিলেন। তবে এবার গোমূত্র পান করা নিয়ে উলটপুরাণ দেখা গেল বিজেপির অন্দরেই। বসিরহাটের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে জনসাধারণকে গোমূত্র পান না করার পরামর্শ দিলেন স্থানীয় বিজেপি নেতারাই। নেপথ্যে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি রবীন ঘোষ।
তাঁদের সাফ বক্তব্য, গোমূত্র পান করলে রোগজীবাণু নাশের বদলে তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অসুখ করলে চিকিৎসক দেখানোই সঠিক পদ্ধতি। শনিবার সকালে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির ট্রেড ইউনিয়নের সভাপতি রবীন ঘোষ স্থানীয় বিজেপি নেতা,কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে মানুষজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। সেই সচেতনতার পাঠ হিসেবেই তিনি গোমূত্রের অপকারিতা তুলে ধরেন সকলের কাছে।
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। যার ফলে ছড়িয়ে পড়ছে তীব্র আতঙ্ক। এই আতঙ্ককে কাজে লাগিয়ে বিজেপির একাধিক নেতা গোমূত্র পানের পরামর্শ দিচ্ছেন। বলছেন, গোমূত্র পান করলে করোনা ভাইরাস দূরে থাকবে। এমনকী রীতিমতো গোমূত্র পার্টি আয়োজন করে প্রকাশ্যে নিজেরাই গোমূত্র পান করছেন। তবে দলের নেতাদের উল্টো পথে হাঁটলেন বসিরহাটের বিজেপি নেতা রবীন ঘোষ। গোমূত্র না খাওয়ার পরামর্শ দিয়েই শুরু করলেন প্রচার।