সরকার এখনও দিল্লী লকডাউন করার সিদ্ধান্ত নেয়নি ঠিকই, কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হলে সেই রাস্তায় হাঁটতে পারে সরকার, এমনই বার্তা দিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজধানীতে পাঁচ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ২০ জন লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল, এবার সেই সংখ্যা কমিয়ে এনে করা হল ৫ জন।
জনসাধারণের জমায়েত প্রসঙ্গে কেজরি জানাচ্ছেন, ৫ জন অথবা তার বেশি লোক জমায়েত হতে পারবে না রাজধানী শহরে। যদি ৫ জন লোকের বেশি থাকে, সেক্ষেত্রে প্রত্যেকের মধ্যে কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
মুখ্যমন্ত্রী দিল্লীবাসীকে অনুরোধ জানিয়েছেন, কিছুদিনের জন্য ভোরবেলায় মর্নিং ওয়াক বন্ধ রাখতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আমরা এখনই লক ডাউন করছি না, কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতে প্রয়োজন হলে তা করা হতে পারে।
বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একধাক্কায় ৩০০ পার করে ফেলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সন্ধ্যেবেলায় সংখ্যার বিচারে ৩০০ জনেরও বেশি ভারতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।