ভারতে করোনাভাইরাস পরীক্ষার মানদণ্ড সঠিক নয়। কড়া সমালোচনার মুখে পড়ে কোভিড-১৯ পরীক্ষার মানদণ্ড বদল করল কেন্দ্র। এবার থেকে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মোদী সরকার।
হাসপাতালগুলোকে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, ‘করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে কোনও রোগীকেই ফেরানো চলবে না। এক্ষেত্রে রোগীর পরিচয় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা ইন্টারগ্রেটেড ডিজিজ সারভিলেন্স প্রোগ্রামকে অবিলম্বে জানাতে হবে। একইসঙ্গে নিউমোনিয়া আক্রান্তদেরও করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এক্ষেত্রেও রোগীর পরিচয় উক্ত দুই সংস্থাকে জানাতে হবে।’
আগে, উপসর্গ বিচার করে, রোগীর বিদেশ যাত্রার কোনও ইতিহাস রয়েছে কিনা অথবা রোগী করোনা আক্রান্তের সঙ্গে মেলামেশা করেছেন কিনা- এইসব বিচার করেই কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু, এবার নয়া নির্দেশিকা জারি করেছে মোদী সরকার। সেখানে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক বলা হয়েছে।
স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আমলা নিশ্চিত করেছেন যে, ‘করোনাভাইরাস পরীক্ষার মানদণ্ড পরিবর্তন করা হয়েছে।’ তাঁর মতে, রোগী কারোনায় আক্রান্ত কিনা নতুন নির্দেশিকার ফলে তা স্পষ্ট হয়ে যাবে।
শনিবার এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৮ জন। শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা সর্বাধিক। শুক্রবার ৬৪ জন করোনা আক্রান্তেরর খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা ৪।