মঙ্গলবার রাতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায় রাজ্যে। ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (নাইসেড)-এর রিপোর্ট আসার পর থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণকে। তারপর শুক্রবার রাজ্য তথা ফের শহর কলকাতায় আরও এক লন্ডন ফেরত তরুণের শরীরে মেলে নোভেল করোনা ভাইরাসের হদিশ। তিনিও আইডি হাসপাতালে ভর্তি। এবার রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল। আর এই নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন।
জানা গিয়েছে, আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক ছাত্রী। কিছুদিন আগেই তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। শুক্রবারই তাঁর নমুনা পরীক্ষা হয়। নাইসেড থেকে রাতেই আসে রিপোর্ট। যাতে ধরা পড়ে ওই ছাত্রীর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। বর্তমানে রাজ্যের অন্য দুই করোনা আক্রান্তের মতো তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।