কলকাতায় ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার থেকেই তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক সার্কাসের কোয়েস্ট মল। গোটা মল স্যানিটাইজ করার জন্যই এই সিদ্ধান্ত নেয় মল কর্তৃপক্ষ। আর এবার সেই পথে হাঁটল কলকাতার বাকি শপিং মলগুলোও।
রবিবার বন্ধ থাকবে কলকাতার বাকি মলগুলি। সেগুলি হল অ্যাক্রোপলিস, সাউথ সিটি, ফোরাম ও সিটি সেন্টার এক ও দুই। রবিবার দিনই আবার দেশজুড়ে জনতা কার্ফু পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা রুখতে বেশ আগে থেকেই কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতার মলগুলি। কিছুকিছু মলে প্রবেশের আগে গ্রাহকদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সিটি সেন্টার মলে লিফটের বোতাম টেপার জন্য টুথপিকের ব্যবহার করা হচ্ছে ইত্যাদি।
সাউথ সিটির ডিরেক্টর সুশীল মোহতা জানান, ‘যেহেতু রবিবার জনতা কার্ফু ঘোষণা করা হয়েছে তাই ওইদিন মলে অনেক কম মানুষ আসবেন। তাই মল বন্ধ রাখার এটাই সবচেয়ে ভালো দিন। ওইদিন আমরা গোটা মল স্যানিটাইজ করব।’
সাউথ সিটি মলের পক্ষ থেকে জানান হয়েছে এখন থেকে তারা মল খোলা রাখার সময়ে পরিবর্তন করতে চলেছে। আগে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মল খোলা থাকত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দুপুর ১২টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত এই মল খোলা থাকবে।