বিদেশ থেকে এই রাজ্যে ফিরলে এখন থেকে প্রত্যেককেই বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে। নইলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য হবে রাজ্য প্রশাসন। শুক্রবার বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুলিশ। যদিও তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্ন থেকে ঠিক একই নির্দেশ জারি করেন।
গত পাঁচ-ছ’দিনে দুই বিদেশ ফেরত তরুণের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় একধাক্কায় ছবিটা পাল্টে গিয়েছে এই রাজ্যের। উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই প্রেক্ষিতে শুক্রবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বিদেশ ফেরত সকলকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘এখনও পর্যন্ত যে দু’জন আক্রান্ত হয়েছেন, তাঁরা বিদেশে সংক্রমিত হন। সেই অবস্থাতেই কলকাতায় ফেরেন।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে, ‘সম্প্রতি যাঁরা বিদেশ থেকে ফিরেছেন, বিশেষত ব্রিটেন, আমেরিকা, ইউরোপ এবং উপসাগরীয় দেশ থেকে যাঁরা এসেছেন, ১৪ দিন পর্যন্ত গৃহ পর্যবেক্ষণে থাকুন। কারণ কোভিড-১৯ ঠেকানোর একমাত্র উপায়ই হল সামাজিক দূরত্ব বজায় রাখা। যে বা যাঁরা এই নির্দেশ মানবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মহামারি আইন অনুযায়ী তাঁদের রাজ্য প্রশাসন কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য হবে।