তিনবার নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির চৌকাঠ থেকে ফিরিয়ে এনেছিলেন আইনজীবী এপি সিং। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। মধ্যরাতে সুপ্রিম কোর্টে কড়া নাড়িয়েও লাভ হল না। শেষ পর্যন্ত শুক্রবার কাকভোরেই ফাঁসি হল নির্ভয়ার চার অপরাধীর।
আইনি পথে এত লড়েও নিজের মক্কেলদের না বাঁচাতে পেরে এখন মেজাজ হারিয়ে ফেলেছেন তিনি। নির্ভয়ার মাকে চোরের মা বলেছেন। নির্ভয়ার পরোয়া না করেই তিনি বলছেন, ধর্ষকদের মায়ের কথা ভাবতে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্ভয়ার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন এপি সিং।
মাঝরাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই বিতর্ক সৃষ্টি করেন এপি সিং। রাত সাড়ে তিনটে নাগাদ সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যেতেই মেজাজ হারান তিনি। বলেন, ‘অত রাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কী করছিল? রাত সাড়ে ১২টা পর্যন্ত কেন তিনি জানতেন না আমার মেয়ে কোথাও, ওই চোরের মাকে ধরবেন আপনারা?’ এই কথা বলতেই আদালত চত্বরে হাঙ্গামা শুরু হয়।
ফাঁসির পর নির্ভয়ার বাবা ও মা-ই ছিলেন সবচেয়ে উচ্ছসিত। আপামর ভারতীয়দের মধ্যেও আনন্দের ঢেউ বয়ে যায় সকাল থেকেই। নির্ভয়ার বাবা বলেন, এবার অপরাধীদের বুক ভয়ে কাঁপবে এই ধরনের অপরাধ করার সময়। অন্যদিকে নির্ভয়ার মা, ন্যায়ের অপেক্ষায় যিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলেন তিনিও রীতিমতো ভেঙে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে বলেন, দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছি।