আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা রঞ্জি ট্রফি। তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকেই। বার বার চেতেশ্বর পুজারার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শুধু ভারত নয়, সারা বিশ্বও চর্চা করে তাঁর স্ট্রাইক রেট নিয়ে। টি-টোয়েন্টির যুগে যখন দ্রুত রান করাই নতুন ধারা। পুজারা সেখানে ব্যতিক্রম। তাঁর রান করার কোনও তাড়া নেই। তবে পুজারার খেলার ধরন নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আদৌ সন্তুষ্ট? এবার সেই উত্তর দিলেন তিনি নিজেই।
পুজারা জানান, ‘‘আমার স্ট্রাইক রেট নিয়ে দলের মধ্যে কথা হয় না। সংবাদমাধ্যমে অন্য কোনও ভাবে ব্যাখ্যা করা হতে পারে। কিন্তু টিম ম্যানেজমেন্ট আমার এই খেলার ধরনকে সমর্থনই করে। অধিনায়ক অথবা কোচের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। একটি বিষয়ে পরিষ্কার করে দিতে চাই। স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠলে সবাই ভাবে টিম ম্যানেজমেন্ট কী ভাবে দেখছে। কিন্তু আমাকে কখনও এ ধরনের কোনও চাপের মধ্যে পড়তে হয়নি। বরং আমার পদ্ধতিকে সমর্থনই করা হয়।’’
৭৭টি টেস্টে পুজারার ব্যাটিং গড় ৪৮.৬৬। তবুও
তাঁকে নিয়ে সমালোচনাও হয়। এবিষয়ে পুজারা বলছিলেন, ‘‘রঞ্জি ফাইনালের সময় সোশ্যাল মিডিয়ায় আমার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন এত রান করতে এত বল নষ্ট করছি। কিন্তু আমি কি এক বারও সেই প্রশ্নকে পাত্তা দিয়েছি? আমার কাজ দলের জয় নিশ্চিত করা। কারও সমালোচনার জবাব দেওয়া নয়। শুধু আমি কেন, অনেক ব্যাটসম্যানকেই এ ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কী আর করা যাবে। আমি তো ডেভিড ওয়ার্নার অথবা বীরেন্দ্র সহবাগ হতে পারব না। আমি যে রকম, সে রকমই থাকব।’’