দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আতঙ্ক। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক জনই। ইংল্যান্ড ফেরত সেই তরুণ। বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বুধবার প্রথম পরীক্ষায় ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালকের লালারসে করোনা সংক্রমণ অবশ্য মেলেনি। গোটা দেশের নিরিখে এ রাজ্যের ছবিটা তুলনামূলক ভাবে ভাল হলেও আতঙ্কে সাধারণ মানুষ। গণ পরিবহণেও সেই আতঙ্কের ছবিটা স্পষ্ট ধরা পড়েছে। বহু জায়গাতেই অফিস টাইমে ট্রেন বা বাস ফাঁকা থাকছে। ভিড় কমছে শহরের রাজপথেও। আজ অবধি ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯। আজ রাত ৮টায় করোন মোকাবিলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার দেশে করোনা আক্রান্তে সংখ্যা ছিল ১৫১। রাতারাতি তা বেড়ে হয়েছে ১৬৯ জন। চণ্ডীগড়ে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছে। করোনা রুখতে জমায়েতে রাশ টানতে চাইছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। তাই উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
করোনায় কোনও ঝুঁকি নয়। ৩১ মার্চ পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড। একইসঙ্গে এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে জয়েন্ট, এবং অন্যান্য পরীক্ষাগুলিও। পরীক্ষার নয়া সূচি ৩১ মার্চের পর ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের স্পষ্ট বক্তব্য, “বার্ষিক শিক্ষা সূচি বজায় রাখতে পরীক্ষা যেমন জরুরি। ঠিক ততটাই জরুরি পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যের সুরক্ষা।” তবে আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়নি।
লাদাখে কর্মরত স্কাউট রেজিমেন্টের এক ৩৪ বছর বয়সী সেনা জওয়ানের শরীরে পাওয়া গিয়েছে করোনার সংক্রমণ। তাঁর বাবা সম্প্রতি ইরান থেকে ফিরেছেন। তাঁর মাধ্যমেই এই সংক্রমণ পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা পরিবারকেই পৃথকীকরণ করা হয়েছে। আজ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সামারিক বাহিনীর সবরকম বৈঠক, মহড়া এবং প্রশিক্ষণ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সেনা জওয়ানের সংস্পর্শে কতজন এসেছে সেটাই এখন খতিয়ে দেখা চলছে।