করোনা ভাইরাসের এরকম ভয়াবহ সংক্রমণের পিছনে প্রধান কারণ হল এটা কলিযুগ। আর তাই এর সঙ্গে লড়াই করা সম্ভব নয়। এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র।
সারা পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় ১,৬৮,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃতের সংখ্যা প্রায় ৭০০০। লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী রয়েছেন। জনজীবন স্তব্ধ রয়েছে বহু শহরে। করোনা আতঙ্কে সুপ্রিম কোর্টে কেবল গুরুত্বপূর্ণ মামলাগুলিরই শুনানি হওয়ার বিষয়ে শুনানির সময় এক আইনজীবীর প্রশ্নের উত্তরে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘এমন মহামারী প্রতি ১০০ বছরে হয়। ঘোর কলিযুগে ভাইরাসের সঙ্গে আমরা লড়াই করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘মানুষের অসহায়তা দেখুন। আপনি যা খুশি করতে পারেন। যে কোনও উপায় অবলম্বন করতে পারেন। কিন্তু আপনি ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারবেন না। নিজেদের ক্ষমতা অনুযায়ী আমাদের লড়তে হবে।’
গত সপ্তাহে এক বৈঠকের পর শীর্ষ আদালত সিদ্ধান্ত নেয়, কেবলমাত্র জরুরি মামলাগুলিরই আপাতত শুনানি হবে সুপ্রিম কোর্টে। সাধারণত ১৫ বেঞ্চের জায়গায় এখন শুনানি হচ্ছে কেবল ৬টি বেঞ্চে। প্রতিটি আদালতে কেবল ছয় থেকে সাতটি মামলার শুনানি হচ্ছে। শীর্ষ আদালত জানিয়েছে, এবার কেবল চারটি বেঞ্চেই মামলার শুনানি হবে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিদর্শনকারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আদালত চত্বরে। বন্ধ রাখা হয়েছে ক্যান্টিনও। করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং। বিচারপতি অরুণ মিশ্র আরও বলেন, কেবল সরকারকে নয়, এই লড়াই সকলকেই লড়তে হবে। তিনি বলেন, ‘যদি আমরা আমাদের মতো করে লড়তে পারি তাহলে অবশ্যই জিততে পারব। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে, অন্য কেউ সেটা লড়তে পারবে না।’