করোনা ত্রাসে গোটা বিশ্ব আতঙ্কিত। এবার বিশ্ব ব্যাডমিন্টনের প্রশাসকদের একহাত নিলেন সাইনা নেহওয়াল। সাইনার অভিযোগের তির অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের সংগঠকদের দিকে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও গত সপ্তাহে হয়ে গিয়েছে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতা।
সোশ্যাল মিডিয়ায় সাইনা টুইট করেছেন, ‘‘আমার একটা কথাই মনে হচ্ছে। খেলোয়াড়দের সুস্থতা এবং আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি। তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক ব্যাপারের উপরে। তার বাইরে গত সপ্তাহে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ হওয়ার আর কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না।’’
করোনা-আতঙ্কের মধ্যেও অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে অনেক প্রথম সারির খেলোয়াড়ই অংশ নিয়েছিলেন। যার কারণ ছিল একটাই— র্যাঙ্কিং ভাল করা। কয়েক মাস পরে অলিম্পিক্স হওয়ার কথা। অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার জন্য অনেক খেলোয়াড়েরই র্যাঙ্কিং বাড়ানোর প্রয়োজন ছিল। যে কারণে অংশ নিয়েছিলেন অনেকে।