দলের নেতার সঙ্গে বিবাদ আর তার জেরে ফেসবুক লাইভ করে আত্মঘাতী এক বিজেপি নেতা। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ঘটনাটি ঘটে। আত্মঘাতী ওই নেতার নাম প্রসেনজিৎ ঘোষ (২৯)। বাড়ি দেগঙ্গার রামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দলের বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চ্যাটার্জীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
পরিবারের অভিযোগ, শংকর তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আত্মহত্যার আগে তার দলের এক নেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সেই নেত্রীর দাবি, জেলা সভাপতি শংকরের ওপর রাগ-অভিমান করেই প্রসেনজিৎ আত্মহত্যা করেছেন।
বিজেপি’র বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সম্পাদক নীলিমা দে সরকার জানান, গতকাল রাতে আমার সঙ্গে প্রসেনজিতের দু’বার ফোনে কথা হয়েছে। ওর কথা শুনে মনে হল, জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের উপরে রেগে আছেন। তারপর সকালে শুনলাম প্রসেনজিৎ আত্মঘাতী হয়েছেন। জেলা সভাপতি সম্ভবত গতকাল ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।