এবার করোনা আতঙ্ক শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে। কলেজের এক পিজিটি ছাত্রী বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন জ্বরে। কিছুদিন আগেই কেরালা থেকে ফিরেছেন তিনি। এরপরই ওই চিকিৎসক পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁর শরীরে একাধিক নোভেল করোনা ভাইরাসের উপসর্গ দেখতে পান। তারপরই দ্রুত তাঁকে পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
এরপরই খোঁজ নেওয়া শুরু হয় ওই ছাত্রীর সঙ্গে আর কে কাছাকাছি থেকেছেন। খোঁজ মেলে তাঁর রুমমেটের। তাঁকেও দ্রুত আইসোলেশনে ভর্তি করে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। তারপরই তড়িঘড়ি ২ জনকে এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে আইসোলেশন ওয়ার্ডে দুই পড়ুয়াকে পর্যবেক্ষণ করতে যান হাসপাতাল সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও নার্সিং সুপার সহ একাধিক চিকিৎসক। বৃহস্পতিবার সকালেও চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তাঁর উচ্চমাত্রায় জ্বর রয়েছে ।