করোনা ত্রাসে তটস্থ গোটা বিশ্ব। দেশে আক্রান্ত প্রায় ১৬৯ জন। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে বহু সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।
হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার যৌথ উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারেন্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানা গেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সেখানে আজ থেকে ১৫০ বেডের কোয়ারেন্টাইন কেন্দ্র চালু হয়ে যাবে। এছাড়াও হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে, করোনার ব্যাপক প্রভাব পড়ল ব্যবসায়। বেলুড় মঠে দর্শনার্থীর সংখ্যা কমেছে বহু। বেলুড় মঠ চত্বরে দোকানদার থেকে ব্যবসায়ীরা পুরোপুরি ক্ষতির মুখে পড়েছেন। বেলুড়ে লঞ্চঘাট প্রায় জনশূন্য। ফেরি পারপার করতে যেখানে কয়েকশো মানুষ বেলুড় মঠ লঞ্চঘাটে আসতেন, সেখানে এখন দেখা যাচ্ছে ১০ থেকে ১২ জন আসছেন। লঞ্চঘাট চত্বরের যে সব দোকানপাট আছে, তার বেশিরভাগই বন্ধ অবস্থায় রয়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে জনজীবনেও প্রভাব পড়তে শুরু করেছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। দোকান বাজারেও ক্রেতা কম।