করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিন বিকেল ৫টায় নবান্ন সভাঘরে এই বৈঠকে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে কলকাতার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের আসতে বলা হয়েছে। তাদেরও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
এর আগে স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠক হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়াগনস্টিক সেন্টারদের সঙ্গে বৈঠক করেননি মমতা। কিন্তু সম্প্রতি কলকাতায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরেই আরও নড়েচড়ে বসেছে প্রশাসন। সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় কী করণীয়? তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল শুক্রবার বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ কাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷ মুখ্যমন্ত্রীও ওই ভিডিও কনফারেন্সে থাকবেন বলে জানা গিয়েছে৷