করোনার জেরে সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের সদর দফতর। সেখানে প্রত্যেককে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্থগিত করা হয়েছে দেশের বেশ কিছু প্রতিযোগিতা। সিরিজের মাঝপথেই দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল-ও।
এই পরিস্থিতিতে কী করবেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট? বুধবার বিকেলে ইনস্টাগ্রামে একটি নিজস্বী দিয়েছেন সৌরভ। যেখানে দেখা যাচ্ছে ফাঁকা লাউঞ্জে একা বসে প্রাক্তন ভারত অধিনায়ক। ছবির নীচে লিখেছেন, ‘করোনা-আতঙ্কের মাঝে কিছুটা ফাঁকা সময় পেলাম। বিকেল পাঁচটায় লাউঞ্জে বসে। শেষ কবে এ রকম সময় কাটিয়েছি মনে পড়ছে না।’
দেশের বিভিন্ন ক্রিকেটারেরাও সচেতনতার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। আর অশ্বিন বুধবার টুইট করেন, ‘মানব সমাজ আজ কঠিন পরীক্ষার মুখে। এই গ্রহ আমাদের সামনে আরও দায়িত্বজ্ঞান বাড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমন কিছু করি, যা পাশের মানুষের ক্ষতি না করে। সুরক্ষিত থেকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে।’
বুধবার শিখর ধাওয়ান একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সংক্রমণ এড়ানোর জন্য জিম অথবা জগিং পার্কে না গিয়েও বাড়িতেই কী করে নিজেকে ফিট রাখা যায়। শিখর দেখাচ্ছেন, গাছের ডালের সঙ্গে ‘স্ট্রেচ ব্যান্ড’ বেঁধে কী ভাবে শরীরচর্চা করা যায়। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিরাপদ থেকেও কী ভাবে নিজের স্বাস্থ্যের সুবিচার করবেন, তার উপায় আছে। প্রকৃতির মাঝে আবদ্ধ, তবুও শরীরচর্চা উপভোগ করছি। সুস্থ থাকো প্রত্যেকে।’