করোনায় আক্রান্ত! এই ভয়ে এবার আত্মহত্যার মতো ঘটনা ঘটল রাজধানীতে। দিল্লীর সফদরজং হাসপাতালের আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সিডনিফেরত এক ব্যক্তি।
হাসপাতাল সূত্রে খবর, বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই তাঁর স্ক্রিনিং করা হয়। তখন তাঁর তীব্র মাথাব্যথা ছিল। এছাড়া শরীরের তাপমাত্রাও ছিল বেশি। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলে। তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে, এমন সন্দেহ থেকে তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন চিকিৎসকরাও। বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে দিল্লির সফরজং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসোলেশন বিভাগেই রাখা হয়েছিলেন ওই ব্যক্তিকে। এরপর পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করেন হাসপাতালের কর্মীরা। সেটি পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েও দেওয়া হয়। কিন্তু তিনি যে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন, তা মন থেকে মেনে নিতে পারছিলেন না ওই ব্যক্তি। তাই নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালের আটতলা থেকে তিনি ঝাঁপ দেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, দেশে করোনা-সংক্রমিতের সংখ্যা আজ বেড়ে হয়েছে ১৫১। রাজ্যসভায় লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, বিদেশে ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ২৫৫ জন আছেন ইরানে, ১২ জন সংযুক্ত আরব আমিরশাহিতে, ৫ জন ইটালিতে, হংকং, কুয়েত, রোয়ান্ডা এবং শ্রীলঙ্কায় ১ জন করে। গত কাল বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব দাম্মু রবি বলেছিলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। কিন্তু স্বেচ্ছা-কোয়রান্টিনে যাওয়া মুরলীধরন এই হিসেব দিয়ে জানিয়েছেন, ইরান-কুয়েত-সহ আরব দেশগুলিতে ছ’হাজারেরও বেশি ভারতীয় আটকে রয়েছেন। এঁদের মধ্যে ইরান থেকে আজ সন্ধ্যায় আরও ১৯৫ জনকে ফিরিয়ে এনে জয়সলমেরে সেনা-শিবিরে রাখা হয়েছে।