করোনা ভাইরাস মোকাবিলায় নবান্নে আরও একদফা বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের ডাক পাঠান মমতা। বৈঠকের প্রথমেই নেত্রী জানান, এটা ব্যবসা করার সময় নয়। মানুষের পাশে দাঁড়ানোর সময়। এরপরই সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দেন মমতা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনই গুরুতর না হলেও সরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসায় বেড বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।
এই মুহূর্তে করোনা আক্রান্তদের সামলানোর পুরো চাপটাই যাচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালের উপর দিয়ে। তাদের প্রশংসা করেই মমতা অন্যান্য হাসপাতালগুলিতে বেড বাড়ানোর কথা ঘোষণা করেন। বেলেঘাটা আইডির বেড সংখ্যা বাড়িয়ে ১০০, এমআর বাঙ্গুরে নতুন করে ১৫০, ও আরজিকরে ৫০টি করোনা চিকিৎসার বেড তৈরি হবে বলে জানান তিনি।
কলকাতায় যেখানে যেখানে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে ছয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেখানে থাকছেন একজন শিশুরোগ, একজন ফুসফুস, একজন মেডিসিন, একজন ইএনটি ও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এ ছাড়াও একজন মাইক্রোবায়োলজিস্টও থাকবেন। আইসোলেশনের জন্য আলাদা সিসিইউ করা হচ্ছে। সব মেডিক্যাল কলেজে আলাদা করে ফিভার ক্লিনিক করা হচ্ছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালও এই পরিষেবা দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে সূত্রের খবর।