দেশের করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। ছড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে শুক্রবার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার আগে আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতেও। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৭৬। মৃত্যুও হয়েছে তিনজনের। কী ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপরেই প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। অন্যান্য দেশগুলি বিশেষ করে ইতালি, ইরান এবং চীনে কার্যত মহামারীর আকার ধারণ করেছে এই নোভেল করোনাভাইরাস। তাই অন্যান্য দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সাধারণ মানুষকে সজাগ করা এবং সচেতনতা প্রচার করার পরিকল্পনা করেছে সরকার। এর পাশাপাশি বুধবার সন্ধ্যার বৈঠকে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত না নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার বেসরকারি প্রতিষ্ঠানকেও নমুনা পরীক্ষার জন্য যুক্ত করার কথা ভাবছে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রক।