বড়সড় কোনও অঘটন না ঘটলে আগামীকাল ভোর ৫ টা তেই হচ্ছে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি। এহেন সময়েই শেষবারের জন্য নির্ভয়া কাণ্ডের অপরাধীর সঙ্গে শেষ সাক্ষাৎ করল তাদের পরিবার। যদিও অন্য এক অপরাধী অক্ষয় ঠাকুরের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে এল না তাঁর পরিবার। জেলের তরফে বৃহস্পতিবার অক্ষয়ের স্ত্রী ও বাবা মাকে দেখা করতে আসার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার অক্ষয়ের পরিবার তাঁর সঙ্গে দেখা করতে আসবে বলে জানা যাচ্ছে। তবে মুকেশের পরিবার মুকেশের সঙ্গে সাক্ষাৎ করবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এখনও জেলে দেখা করতে আসেনি তাঁরা।
জেল সূত্রে খবর, এমনিতে সপ্তাহে একদিন দোষীদের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি থাকে তাঁদের পরিবারের। ইতিমধ্যেই গত কয়েকমাসে একাধিকবার দোষীদের সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছে তাঁদের পরিবার। মৃত্যুর আগে শেষ দেখাটাও দেখে নিয়েছে দোষীদের পরিবারের লোকজন। সম্প্রতি পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের পর কান্নায় ভেঙে পড়ে অপরাধীরা।
পাশাপাশি, নির্ভয়া গণধর্ষণের দিন সে দিল্লীতে ছিল না বলে দাবি করে সম্প্রতি আদালতে মামলা দায়ের করেছিল মুকেশ। তার সেই আর্জিও মঙ্গলবার খারিজ করে দিয়েছে আদালত। অন্যদিকে, মুকেশ ঠাকুর তিহার কর্তৃপক্ষকে জানিয়েছিল বুধবার তাঁর পরিবার দেখা করতে আসবে তাঁর সঙ্গে। তবে তাঁর স্ত্রী পুনিতা দেবী মুকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করায় আদৌ সে সাক্ষাৎ হবে কিনা সন্দেহ রয়েছে।