লোকসভা ভোটের পর গেরুয়া শিবিরে যোগদানের যে হিড়িক উঠেছিল তা এখন একেবারেই স্তিমিত। দলবদল কারী নেতারা এখন স্পষ্ট বুঝতে পারছেন মানুষের জন্যে কাজ করার একমাত্র জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের আলমপুর গ্রামে, মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় সভায়, স্থানীয় বিজেপির নেতা স্নেহাশীষ পৈড়া (তনু) এবং আশিষ মহাপাত্র এর নেতৃত্বে শতাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করলেন।
এদিন তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সনৎ দাস, অসিত মহাপাত্র, আলমপুর ৬ নম্বর অঞ্চল তৃণমূলের নেতা সুজিত দাস, সন্দীপ ঘোষাল, ভবানী প্রধান-সহ স্থানীয় তৃণমূলের নেতারা।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সনৎ দাস বলেন, “আজকে যে সমস্ত বিজেপি’র কর্মীরা তৃণমূলে যোগদান করলেন, তাঁরা আগামীদিনে এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই আজকের এই কর্মসূচি থেকে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।”