বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছিলেন প্যারিসে। গত মরশুমে তাঁকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হলেও, তিনি আসেননি। তবে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে বার্সেলোনায় ফেরাতে আরও একবার উঠে পড়ে লাগল বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ বার্তেমিউ তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, ব্রাজিলীয় তারকাকে আবার লিওনেল মেসির পাশে খেলাতে তাঁরা বদ্ধপরিকর। স্পেনের প্রচার মাধ্যম অন্তত সে রকমই দাবি করেছে।
এই মরশুমে একেবারেই ভাল খেলতে পারছে না বার্সেলোনা। ফুটবল বিশ্লেষকেরা মনে করছেন, কাতালোনিয়ার সেরা ক্লাবের এই মুহূর্তে দল নতুন করে সাজানো জরুরি হয়ে পড়েছে। আগেকার ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের সময় ক্লাব ভাল খেলতে পারছিল না বলে তাঁকে সরিয়ে নতুন ম্যানেজার করে আনা হয় কিকে সেতিয়ানকে। অবশ্য ক্লাবের অন্যতম ফুটবল কর্তা এরিক আবিদাল বলে বসেন, ফুটবলারেরা চাননি বলে ভালভার্দেকে সরে যেতে হয়েছিল।
সেইসময় মেসি তাঁর বিরোধিতা করে সোশ্যাল নেটওয়ার্কে মন্তব্য করেন, আবিদালের উচিত ছিল কোন কোন ফুটবলার আগেকার কোচকে চাননি তাঁদের নাম উল্লেখ করা। পরে অবশ্য বিতর্ক মিটে যায়। কিন্তু বার্সার প্রশাসকদের উপর মেসি এখনও অসন্তুষ্ট বলেই শোনা যাচ্ছে। মরসুমের শুরুতেই তিনি চেয়েছিলেন নেইমারকে ফেরাতে। কিন্তু সেটা বাস্তবায়িত না হওয়ায় সরাসরি আর্জেন্টিনীয় কিংবদন্তি বর্তমান প্রশাসকদের উপর নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাই এবার ফের নেইমারকে ক্যাম্প ন্যু-তে ফিরিয়ে আনতে চাইছে বার্সেলোনা।