গতকালই পশ্চিম রেলের বেশ কয়েকটি বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ গুণ বাড়িয়ে দিয়েছিল রেলমন্ত্রক। এবার সেই একই নীতি চালু করা হল দক্ষিণ পূর্ব রেলওয়েতেও। জানা গেছে, আজ থেকেই হাওড়া স্টেশনে ঢুকতে ৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই ভাড়া ছিল ১০ টাকা। তা বৃদ্ধি পেয়ে হল ৫০ টাকা। তবে দক্ষিণ পূর্ব রেলের সব স্টেশনেই একই হারে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ছে না। খড়গপুর ও টাটানগর স্টেশনে টিকিটের দাম হয়েছে ৪০ টাকা।
গতকাল দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচ গুণ বাড়িয়েছিল রেল। করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলের যুক্তি, বড় স্টেশনগুলিতে যাত্রী ছাড়া অন্যান্যদের ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই গোটা দেশে এই নিয়ম কার্যকর হচ্ছে না।
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে পশ্চিম রেল এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আপাতত পাঁচটি ডিভিশনের ২৫০টি স্টেশনে নতুন দামে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে। এবার সেই পথে হাঁটল দক্ষিণ-পূর্ব রেলও। ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।