আগামী ২৩ থেকে ২৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশে সব স্কুলে অ্যানুয়াল পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে দেখা দিয়েছে করোনাভাইরাসের আতঙ্ক। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। তাহলে পরীক্ষা হবে কীভাবে? বুধবার উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। বিনা পরীক্ষাতেই পাস করে যাবে ছেলেমেয়েরা।
উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রেণুকা কুমার জানিয়েছেন, ‘সব ছাত্রছাত্রীকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল অবধি স্কুল বন্ধ থাকবে।’ ওই দিন পর্যন্ত সিনেমা, মাল্টিপ্লেক্স ও পর্যটন কেন্দ্রগুলিও বন্ধ থাকছে। কম্পিটিটিভ পরীক্ষাও বন্ধ রাখা হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরপ্রদেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ মার্চ থেকে ২ মার্চ। এদিকে করোনার জেরে কেন্দ্রীয় সরকার দেশে বিপর্যয় ঘোষণা করার পাশাপাশি প্রায় সমস্ত রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। উত্তর প্রদেশের আগামী ২ এপ্রিল পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছিল, তাহলে বার্ষিক পরীক্ষা কবে হবে? সেই আশঙ্কা থেকে পড়ুয়া ও অভিভাবকদের মুক্তি দিয়ে বুধবার সরকারি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের আর পরীক্ষা দিতে হবে না। কোনও রকম পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের তুলে দেওয়া হবে পরের ক্লাসে।
শুধু তাই নয়, আগামী ২ এপ্রিল পর্যন্ত উত্তরপ্রদেশের সমস্ত রকম পরীক্ষা (চাকরি ও অন্যান্য), সিনেমাহল, মাল্টিপ্লেক্স, পর্যটক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে করোনা ভাইরাসের হানাদারিতে। পাশাপাশি, শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৩ জনের মৃত্যুর পাশাপাশি ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৪৮ জন। বুধবার নতুন করে আক্তান্ত হয়েছেন ৯ জন। পরিস্থিতি যে ভয়াবহ তা আঁচ করে একের পর এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।