পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক তৃণমূলকর্মীকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী চিরঞ্জিৎ চক্রবর্তী। সেই সময় খাগড়ার রেশম খাদি মোড়ে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। এরপর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়দের প্রচেষ্টায় তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই সেই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, বহরমপুর শহরের রাজনৈতিক মহলে খুবই পরিচিত মুখ চিরঞ্জিৎ চক্রবর্তী। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নিজের বাড়ির যাওয়ার পথেই চিরঞ্জিতকে খুন করে দুষ্কৃতীরা।
এদিকে পুরভোটের আগে এই খুনের ঘটনায় রাজনৈতিক মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সহ সভাপতি অশোক দাসের অভিযোগ, এই খুনের পেছনে এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে। এর জন্য তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তোলেন। যদিও বিজেপির তরফ থেকে শাসক দলের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে এই খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমনকি ১ বিজেপি কর্মীকেও গ্রেফতার করা হয়।