যেখানে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে অনায়াসেই এর ওষুধ বাতলে দিলেন দেশের যোগগুরু রামদেব। এই ওষধির নাম অশ্বগন্ধা। রামদেবের বক্তব্য, এতেই নাকি রুখে দেওয়া যেতে পারে বিশ্বে ত্রাস সৃষ্টি করা কোভিড-১৯। এই অশ্বগন্ধাতেই নাকি এমন গুণ রয়েছে যার ফলে করোনা প্রোটিন ও হিউম্যান প্রোটিনকে মিশতে দেয় না। এমনটাই দাবি করেছেন বাবা রামদেব। শুধু তাই নয়, পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বলছেন, যোগাভ্যাসের মাধ্যমে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ালে করোনা ভাইরাসের ভয় থাকবে না।
শুধু মুখে বলা নয়, রীতিমতো ভিডিও করে তা প্রচার করেছেন বাবা রামদেব। নিজের টুইটার হ্যান্ডেলে একের পর এক পোস্টেও একই কথা দাবি করেছেন তিনি। সেই ভিডিওতে পতঞ্জলির বিভিন্ন সামগ্রী ব্যবহারের কথাও বলা হয়েছে। সেখানেই বাবা রামদেবের দাবি, ‘আমরা বৈজ্ঞানিক গবেষণা করে জানতে পেরেছি অশ্বগন্ধা করোনা প্রোটিনকে হিউম্যান প্রোটিনের সঙ্গে মিশতে দেয় না।’ এমন দাবি করলেও বাবা রামদেব কোনও বৈজ্ঞানিক নথি বা রিসার্চ পেপার সামনে আনেননি। তবে জানিয়েছেন, কোনও একটি আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় পাঠানো হয়েছে সেই রিসার্চ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যোগগুরুর সেই দাবি। আর তা নিয়ে চলছে নানা সমালোচনা। অনেকেই এমন মহামারীর সময়ে এই ধরনের দাবি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার মহামারী সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসক গিরিধর বাবু এনিয়ে বলেন, সরকারের উচিত ওই ভিডিও নিষিদ্ধ করে দেওয়া। তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য সাধারণের মধ্যে ভুল বার্তা দিতে পারে। তাই সাধারণ মানুষকেও এধরণের গুজব থেকে দূরে রাখতে হবে।