আগামীকাল সন্ধে ৬টা থেকে ইয়েস ব্যাঙ্কের যাবতীয় নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে। ফলে টাকা তুলতে আর কোনো সমস্যা হবে না। টুইটার হ্যান্ডলে এই খবর ঘোষণা করা হয়েছে। ইয়েস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১৯ মার্চ ১১৩২টি শাখার যে কোনো শাখা থেকেই ব্যাঙ্কিংয়ের সব ধরনের পরিষেবা পাবেন গ্রাহকরা। এ ছাড়াও অনলাইন পরিষেবাও শুরু হবে।
এই ঘোষণার পরই একলাফে ৪৬.৩৮% বেড়ে যায় ইয়েস ব্যাংকের শেয়ার। সোমবার শেয়ার প্রতি দাম দাঁড়িয়েছে ₹৩৭.৪০। কেন্দ্রীয় নির্দেশে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ছাড়াও ঢেলে সাজানোর প্রক্রিয়ায় সামিল হয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক মহীন্দ্র-এর মতো বেসরকারি ব্যাঙ্কগুলি।
এছাড়া সূত্রের খবর অনুযায়ী, ইয়েস ব্যাঙ্কের বর্তমান সব কর্মীই বহাল থাকবেন। তবে ব্যাঙ্ক পরিচালনাযর দায়িত্বে থাকা ব্যক্তিদের নতুন পরিচালন পর্ষদ বরখাস্ত করতে পারে।