করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়াতেই এবার অদ্ভুত সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচ গুণ বাড়িয়ে দিল রেল। যা ছিল মাত্র ১০ টাকা, এবার সেটাই বেড়ে হল ৫০। এই বিষয়ে তাদের যুক্তি, বড় স্টেশনগুলিতে যাত্রী ছাড়া অন্যান্যদের ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই গোটা দেশে এই নিয়ম কার্যকর হচ্ছে না। ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে পশ্চিম রেল এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আপাতত পাঁচটি ডিভিশনের ২৫০টি স্টেশনে নতুন দামে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে। ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পশ্চিম রেলের মুম্বই, ভদোদরা,আহমেদাবাদ, রাতলাম, রাজকোট এবং ভবনগর ডিভিশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। রেল জানিয়েছে, এটা সাময়িক ভাবে বাড়ানো হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেল টিকিটের দাম ফের কমিয়ে ফেলা হবে। তবে এই ভাবে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো নতুন কিছু নয়। সাধারণত কোনও এলাকায় কোনও বড় মেলা বা উৎসব থাকলে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। স্টেশনে বাড়তি ভিড় কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই প্রথম কোনও মহামারীর সংক্রমণ ভয়ে এই নীতি কার্যকর করা হল।
এর পরেও রেলের পক্ষ থেকে যাত্রীদের কাছে অহেতুক স্টেশনে ভিড় করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, যাত্রী ছাড়া অতিরিক্তি লোক প্ল্যাটফর্মে না আসাই বাঞ্ছনীয়। দেশজুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যাত্রীদের রেলের পাশে থাকার অনুরোধ করা হয়েছে। পশ্চিম রেলের এক কর্তা এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘যে সব এলাকায় করোনা সংক্রমণের ভয় রয়েছে এবং যে সব স্টেশনে বেশি যাত্রী ওঠানামা করে তেমন বাছাই ২৫০টি স্টেশনে এই নতুন হারে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।’ তবে হঠকারী ভাবে রেল এমন সিদ্ধান্ত নেওয়ায় বেজায় ক্ষুব্ধ যাত্রীরা।