সোমবার বিধানসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচনা চলাকালীন জাতীয় শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জাতীয় শিক্ষানীতির সবটাই আপত্তিকর। পার্থ জানান , জাতীয় শিক্ষানীতির পুরোটাতেই আমাদের আপত্তি। আমরা আত্মসমর্পণকারী দল নই। আবার সংশোধনী পাঠানোর কী আছে?
শিক্ষামন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় শিক্ষানীতির যে খসড়া এসেছে তার সবটাতেই আপত্তি আছে আমাদের। আমরা একটা শিক্ষানীতির খসড়া তৈরি করেছি। সবাইকে নিয়ে, সবার পরামর্শ নিয়ে। এর মধ্যে বামপন্থীরাও আছেন, শিক্ষাবিদরাও আছেন। ছাত্রছাত্রীদের স্বার্থে, আমাদের বাংলার কৃষ্টি–সংস্কৃতিকে মাথায় রেখে এই খসড়া তৈরি করেছি”।
এদিন আলোচনাসভায় বিরোধীরা জানতে চান, কেন্দ্রীয় সরকার শিক্ষা নিয়ে যে খসড়া প্রস্তাব পাঠিয়ে সংশোধনী চেয়েছে, তার উত্তর কী দিয়েছে রাজ্য সরকার? এরই উত্তর দিতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এদিন রাজ্যের শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। জবাবে বলেন, উচ্চশিক্ষায় কিছু বেসরকারি উদ্যোগ হয়েছে। সবটাই তো আর সরকার করতে পারবে না। তবে আমরা নজর রেখেছি, কম পয়সায় যাতে আমাদের ছেলেমেয়েরা উৎকর্ষ শিক্ষা পেতে পারে। সেদিকে লক্ষ রেখেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছি। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০০ স্কুলকে চিহ্নিত করেছে রাজ্য। সেখানে কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে। এসএসসি নিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগে নিখিত পরীক্ষার ফলাফলই গুরুত্ব পাবে।