ফের ফাঁসির সাজা বাতিলের চেষ্টায় দিল্লীর আদালতে আবেদন করলেন নির্ভয়া গণধর্ষণকাণ্ডের দোষী মুকেশ কুমার। তবে এবার এক অভনব পন্থায়। অপরাধের দিন নাকি দিল্লীতে ছিলেন না অপরাধী! আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় নির্ভয়ার চার অপরাধীর ফাঁসির হওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল আদালত।
সরকারি আইনজীবী এদিন আদালতে জানান, মুকেশের আবেদন ভিত্তিহীন ও ফাঁসি কার্যকর ঠেকাতেই এই প্রয়াস। প্রসঙ্গত, দিল্লী গণধর্ষণে সাজাপ্রাপ্ত মুকেশের সমস্ত আইনি প্রক্রিয়া ফিরিয়ে দেওয়ার আর্জি আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
ফাঁসি ঠেকাতে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছে নির্ভয়ার তিন অপরাধী। মৃত্যুদণ্ডের সাজা বেআইনি বলে দাবি করে নিজেদের আইনজীবী মারফৎ আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হল তিন দোষী।