করোনার জেরে রীতিমত বিপর্যস্ত গোটা বিশ্ব৷ প্রায় স্তব্ধ হয়ে যেতে বসেছে ভারতও৷ করোনা ঠেকাতে আজ অর্থাত্ মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম নিদর্শন তাজমহলও৷ গতকাল রাতেই নোটিস জারি করে এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক৷
ইতিমধ্যেই ভারতের বেশির ভাগ স্কুল, শপিংমল, সিনেমাহল-সহ বিনোদনের নানা রসদ বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ ভারতে জনসংখ্যা ১৩০ কোটি৷ ফলে এ দেশে করোনা ছড়াতে শুরু করলে মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে সরকার৷ তাই আগেভাগেই নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা৷
সোমবার রাতে পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইটারে লেখেন, সব মনুমেন্ট, মিউজিয়াম আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে৷ তাজমহলকে রাষ্ট্রসঙ্ঘে ‘ইসলামিক শিল্পের রত্ন’ আখ্যা দেওয়া হয়েছে৷ গতমাসেই ভারত সফরে এসে এই তাজমহলেই দীর্ঘ সময় কাটান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার৷ আর এবার করোনার গ্রাস থেকে বাঁচতে বন্ধ হয়ে গেল সেই তাজমহলই। তবে জানা গেছে শুধুই তাজমহল নয়, লালকেল্লা, আগ্রা ফোর্ট, অজন্তা-ইলোরাও বন্ধ হয়ে গেছে করোনা আতঙ্কে।