ভারতীয় সিনেমার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত তিনি। বর্তমানে তাঁর বয়স ৯৭। আর তাঁর শহর মুম্বইতে ছড়িয়েছে কোভিড-১৯। এদিন সকালে বর্ষীয়ান অভিনেতা দিলীপকুমার টুইট করে জানালেন, তিনিও আছেন কোয়ারান্টাইনে। পাছে তাঁর দেহে ওই রোগের সংক্রমণ হয়, সেই ভয়ে স্ত্রী সায়রা বানু আগেই তাঁকে আলাদা রেখেছেন। অপর একটি টুইটে তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, আপনারাও বাড়িতে থাকুন। কিছুদিন আগেই অসুস্থ হয়ে তিনি লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অল্পদিন আগে বাড়িতে ফিরে এসেছেন।
এদিন টুইটে দিলীপকুমার লিখেছেন, ‘আমি এখন কমপ্লিট আইসোলেশনে আছি। পাছে আমার ইনফেকশন হয়, তাই সায়রা আগেভাগেই আমার জন্য এই ব্যবস্থা করেছে।’ অপর টুইটে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, বাড়িতে থাকুন। স্বাস্থ্য দফতর যে গাইডলাইন দিয়েছে, তা মেনে চলুন।’ এর আগে সায়রা বানু তাঁর স্বামীর স্বাস্থ্য সম্পর্কে টুইটারে লিখেছিলেন, ‘দিলীপ সাব এখন অনেক ভাল আছেন। তাঁর পিঠে খুব ব্যথা হয়েছিল। তাঁকে চেক আপের জন্য লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এখন আমরা বাড়ি ফিরে এসেছি।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোমবার বলেন, ‘কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া মানে এই নয় যে তিনি অপরাধী। তাঁদের যথাযথ চিকিৎসা করানো প্রয়োজন। এ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।’ প্রসঙ্গত, কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহে ওই রাজ্যে যাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে পালিয়ে গিয়েছেন ১৩ জন। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। কারণ যারা পালিয়ে গিয়েছেন, তাঁদের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ওই রোগ। তাঁদের ধরার চেষ্টা করছে পুলিশ। এদিকে জানা গেছে, বিখ্যাত ভজন শিল্পী অনুপ জলোটা ইউরোপ থেকে এদিন দেশে ফিরেছেন। আর তারপরই তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে, তাঁর শরীরে করোনার সংক্রমণ হয়েছে কিনা।