রাজ্যপাল নির্দেশ দিলেও সোমবার আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে। বরং ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি হয়ে গেল বিধানসভার অধিবেশন। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বেশ কিছুটা সময় হাতে পেয়ে গেল কমলনাথের সরকার।
রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন সোমবার আস্থা ভোট করানোর। তবে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট হবে কি না, তা নিয়ে রবিবারও টানটান রহস্য বজায় রাখেন স্পিকার এন পি প্রজাপতি। তিনি বলেন, ‘সোমবারই আমার সিদ্ধান্ত জানাব।’ অন্য দিকে, রাজ্যপাল লালজি ট্যান্ডন সোমবারই আস্থা ভোটের আয়োজনের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী কমলনাথকে চিঠি পাঠানোয় উজ্জীবিতও ছিল বিজেপি। তবে সেই আশায় জল ঢেলে দিলেন স্পিকার।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ আগেই বলেছিলেন, ‘রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। তাঁর কার্যকলাপও সংবিধানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।’ সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতে রাজ্যপাল বলেন, ‘সবার সংবিধানের নিয়ম মেনে চলা উচিত যাতে মধ্যপ্রদেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।’ তাঁর এই বক্তব্যের পরই কংগ্রেস রাজ্যপালের উদ্দেশে স্লোগান শুরু করে। ‘অধিবেশন কক্ষের মর্যাদা করুন’ – কংগ্রেস বিধায়কদের এই স্লোগানের মধ্যেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল। এরপর অধিবেশন ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
এরপরই ভিকট্রি চিহ্ন দেখিয়ে আনন্দে ভাসেন কমল নাথ ও অন্যান্য কংগ্রেস বিধায়করা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি।