বর্তমানে গোটা বিশ্বকেই রীতিমত স্তব্ধ করে দিয়েছে করোনা ভাইরাস। চীন থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আতঙ্কে জনশূন্য হয়ে গিয়েছে পৃথিবীর তাবড় জায়গা। মন্দির, মসজিদ, গীর্জা থেকে শুরু করে বিভিন্ন পর্যটনকেন্দ্রও প্রায় খালি। সাধারণ মানুষ দরকার ছাড়া রাস্তায় নেই। এককথায় সাধারণ জীবনযাপন থেকে দূরে চলে গিয়েছে মানুষ।
বিভিন্ন দেশ এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নানারকম পদক্ষেপ নিচ্ছে। সকলের একটা উদ্দেশ্য, ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া। ভাইরাসের গ্রাস থেকে খুব স্বভাবতই বাদ যায়নি ভারত। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। মৃত্যু হয়েছে ২ জনের, তার মধ্যে একটি ঘটনা দিল্লীর। এই পরিস্থিতিতে নয়া ঘোষণা করলেন রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে জিম এবং নাইটক্লাব। এমনকি রাজ্যের বাসিন্দাদের কাছে বিয়ের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়ার আর্জি করেছেন তিনি।
এদিন কেজরি ঘোষণা করলেন, ৫০ জনের বেশি কোনও জমায়েত করা যাবে না রাজধানী দিল্লীর কোনও জায়গায়। এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে নেওয়া হবে বলেও জানান কেজরিওয়াল। এছাড়াও তিনি ঘোষণা করেন, দিল্লীর বিভিন্ন জায়গায় বহনযোগ্য হ্যান্ডওয়াশ স্টেশন তৈরি করা হবে যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ আরও কম করা যায়। ইতিমধ্যেই, দিল্লী সহ বাংলা, বিহার, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সরকার ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।