এবার করোনার প্রকোপ শান্তিনিকেতনের সোনাঝুরির হাটেও। সারাবছরই বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সোনাঝুরিতে। শুধু বিদেশি পর্যটকরা নন, নিভৃতে দু’দিন থাকার জন্য বাঙালিরাও শান্তিনিকেতনকেই বেছে নেন। তাই সোনাঝুড়িতে ভিড় লেগেই থাকেই। তাই সংক্রমণের আশঙ্কা থেকে বাঁচতে ৩১ মার্চ পর্যন্ত সোনাঝুরির হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বীরভূম প্রশাসন।
বিশ্বভারতী, খোয়াই-কোপাই থেকে সোনাঝুরির হাট কিনবা সৃজনী এসবের আকর্ষণেই বীরভূমে হাজির হন পর্যটকরা। আর সেখানেই বিপদ আঁচ করছে প্রশাসন। সেই কারণেই সোনাঝুরির হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফে। সেই সঙ্গে শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ, উত্তরায়ণ এলাকা, কলাভবন, উপাসনা গৃহ সব জায়গাতেই পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার জেরে সতর্কতামূলক ভাবে একে একে স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল-সহ বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।