বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ধ্বংসের অভিযোগে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে এর আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বাংলার একটি শিক্ষক সংগঠন। এই নিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও অভিযোগ করেছেন সেই শিক্ষক সংগঠনের সদস্যরা। তারপরেও রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন শিক্ষক সংগঠনের সদস্যরা। সংগঠন সূত্রের খবর, এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হতে পারেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে, রোদ্দুর রায়কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আগামী মঙ্গলবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে রাজ্যের ওই শিক্ষক সংগঠনটি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার বেলেঘাটা থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি।’
এখানেই না থেমে তিনি বলেন, ‘গত ১২ই মার্চ রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ করা হয়। আজ ৫ দিন কেটে গেলেও বেলেঘাটা থানা অভিযোগপত্রটি এফআইআর হিসাবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। তাই মঙ্গলবার পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং রোদ্দুর রায়কে গ্রেফতারের দাবিতে আমরা মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।’