‘মৃত্যুদূত’ করোনা ভাইরাস রুখতে প্রথম থেকেই সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আগেই একগুচ্ছ পদক্ষেপ নিয়ে কেন্দ্রের তরফে প্রশংসিত হয়েছেন তিনি। আর আজ, শনিবার করোনা মোকাবিলায় এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নের তরফে বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে, সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে পরামর্শ দিলেন, শরীরে কোনও সমস্যা হলে তা লুকোবেন না। ডাক্তার দেখান। করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই জেলায় জেলায় তো বটেই রাজারহাটে দুটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।
শনিবারের ঘোষণার পরে সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, ‘এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ নিরাপদ রয়েছে। কিন্তু এই ভাইরাসের তো খুবই মারাত্মক। তাই আমরা আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। বাচ্চাদের মধ্যেই এই ভাইরাস বেশি ছড়ায়। তাই স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকরাও বাড়ি থেকে কাজ করবেন। ভয়ের কিছু নেই। সতর্ক থাকুন।’ এই ভাইরাস মোকাবিলার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত বলেই জানান মমতা। তিনি বলেন, ‘আমরা যদি কিছু বেসিক সেন্স মেনে চলি তাহলেই সুস্থ থাকতে পারব। রাস্তাঘাটে চলাফেরা করা, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অন্যদের যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা, এগুলো মেনে চলতে হবে। কারণ এই ভাইরাস তো মানুষ থেকে মানুষে ছড়ায়। তাই আমরা সতর্ক না হলে কিছু সম্ভব নয়। বড় জমায়েত এড়িয়ে চলুন।’
করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য রাজ্য সরকার তৈরি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তার জন্য জনগণের সাহায্যও চেয়েছেন তিনি। মমতা বলেন, ‘এখনও পর্যন্ত বাংলা করোনা মুক্ত। কিন্তু হতে তো দেরি লাগে না। জেলায় জেলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া রাজারহাটে দুটো আইসোলেশন ওয়ার্ড রেডি আছে। একটা নতুন ক্যানসার হাসপাতাল তৈরি হয়েছে। সেটাকেই আমরা আপাতত আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করব। আর একটা বাড়ি আছে একেবারে রাজারহাটের শেষ প্রান্তে। এই দুটো জায়গা আমরা আপাতত ঠিক করেছি।’ একইসঙ্গে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রোগ লুকোবেন না। জ্বর কিংবা শ্বাসকষ্ট হলেই ডাক্তার দেখান। কেউ প্যানিক করবেন না। সরকার সব রকম পরিস্থিতির জন্য তৈরি।’ আগামী ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।