ফিজি জাতীয় দলের অধিনায়কও রয় কৃষ্ণ। অথচ কলকাতার নাম শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তার ফিজিতে জন্ম হলেও তার পূর্বপুরুষের সঙ্গে কলকাতার যোগাযোগ আছে। প্রায় ১৪০ বছর আগে কলকাতা থেকেই জাহাজে করে ফিজিতে চলে গিয়েছিলেন এটিকে তারকার পূর্বপুরুষেরা। আর ভারতে ফিরে আসেননি তাঁরা। কিন্তু শিকড়ের টান মনে হয় একেই বলে।
রয় কৃষ্ণ বলছিলেন, ‘‘ভারতের ঠিক কোথায় আমার পূর্বপুরুষেরা থাকতেন, জানি না। দাদু-ঠাকুরমার কাছে শুনেছি, প্রায় ১৪০ বছর আগে কলকাতা থেকেই ফিজি-গামী জাহাজে উঠেছিলেন ওঁরা। এই কারণেই কলকাতার প্রতি আমার আলাদা টান রয়েছে।’’
জন্ম ফিজিতে হলেও রয় কৃষ্ণ বড় হয়েছেন ভারতীয় সংস্কৃতিতেই। হিন্দিতে কথা বলতে পারেন। অন্ধ ভক্ত অমিতাভ বচ্চনের। ‘বিগ বি’-র কোন সিনেমাটা সব চেয়ে প্রিয়? হাসতে হাসতে এটিকে তারকা বললেন, ‘‘অমিতাভের সব সিনেমাই আমার প্রিয়। একাধিক বার দেখেছি।’’
কেন নিজেদের দেশ ছেড়ে ফিজি চলে গিয়েছিলেন আপনার পূর্বপুরুষেরা? এই প্রশ্নেই বিষণ্ণ হয়ে বলেন, ‘‘ভারত-সহ একাধিক দেশ তখন ব্রিটিশদের অধীনে। ভারতবাসীদের বিভিন্ন দেশে ওরা শ্রমিক হিসেবে নিয়ে যেত। আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার পরে আর ওঁরা দেশে ফিরতে পারেননি। ফিজিতেই পাকাপাকি ভাবে থেকে গিয়েছেন।’’