টালা সেতু ভাঙায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। ভোগান্তি চরমে পৌছেছে। এবার সেই ভোগান্তি কমাতে এবার পুলিশ চালু করল নতুন পথ-ব্যবস্থা৷
নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডানলপ থেকে শ্যামবাজারগামী সব রকম গাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যাবে৷ অন্যদিকে শ্যামবাজার থেকে ডানলপগামী সব বাস, মিনিবাস, গাড়ি নতুন সার্ভিস রোড হয়ে খগেন চ্যাটার্জি স্ট্রিটে যাবে৷ সেখান থেকে চিড়িয়ামোড় হয়ে বিটি রোডে উঠতে হবে৷ তবে ছোট গাড়ি চিৎপুর ব্রিজ দিয়েও যেতে পারবে৷
আবার, দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্যামবাজার থেকে ডানলপগামী বাস, মিনিবাস, ছোটগাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যাবে৷ কিন্তু সেই সময় পণ্যবাহী বড় গাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যেতে পারবে না৷ পণ্যবাহী গাড়িগুলি সব নতুন সার্ভিস রোড দিয়ে যাবে৷
উত্তরমুখী বাস ও মিনিবাস যে পথে যাবে.. চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা বাস, মিনিবাস জেএম অ্যাভিনিউ-গিরিশ অ্যাভিনিউ-কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোডে যাবে।
২)বিধান সরণি /এপিসি রোড ধরে আসা কিছু বাস,মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বসু অ্যাভিনিউ গিরিশ অ্যাভিনিউ থেকে কে ভি ভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে৷ আবার শ্যামবাজার হয়ে উত্তরের গালিফ স্ট্রিট হয়ে লকগেট ফ্লাইওভার ধরবে৷
৩)সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাটগামী বাস-মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করবে৷