অবশেষে ইরানে করোনার কবলে পড়া ১২০ জন ভারতীয়কে উড়িয়ে আনছে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার বিমানটি পৌঁছনোর কথা রাজস্থানের জয়সলমীরে। সেখানে একটি সেনা ফেসিলিটি কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানেই কোয়ারেনটাইনে রাখা হবে ইরান ফেরত সেই ভারতীয়দের। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ জানিয়েছেন, ‘সাউদার্ন কমান্ডে তৈরি করা একটি আর্মি ফেসিলিটিতে কোয়ারেনটাইনে রাখা হবে তাঁদের। বিমানবন্দরে প্রাথমিক স্ক্রিনিঙের পর তাঁদের কোয়ারেনটাইনে পাঠানো হবে।’
জানা গেছে, ইরান থেকে দ্বিতীয় ধাপে ২৫০ জন ভারতীয়কে উড়িয়ে আনা হবে ১৪ মার্চ। তাঁদেরকেও ইরান থেকে সোজা জয়সলমীরে উড়িয়ে এনে আর্মি ফেসিলিটিতে রাখা হবে। করোনা আক্রান্ত দেশগুলি থেকে ফেরা ভারতীয়দের জন্য ইতিমধ্যেই সাতটি কোয়ারেনটাইন ফেসিলিটি তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। আধিকারিকরা জানিয়েছেন, যোধপুর, ঝাঁসি, দেওলালি, কলকাতা, চেন্নাই ও সুরাটগড়ে কোয়ারেনটাইন সেন্টার তৈরি হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, ‘হিনদোন ও মানেসরের দুটি সেনা ফেসিলিটিতে আছেন ২৬৫ জন নাগরিক। আগামী ২-৩ দিনে আরও অনেককে আনা হবে বলে আশা করছি।’ মানেসরের কোয়ারেনটাইন ফেসিলিটি চালাতে দিনে খরচ হচ্ছে ৩.৫ লাখ টাকা। বৃহস্পতিবারই বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, করোনা আক্রান্ত ইরানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।