করোনা নিয়ে উদ্বেগ ক্রমশঃ বেড়েই চলেছে। ভারতের কর্ণাটকে গতকাল প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবার শনিবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়াও দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। সারা বিশ্বের পরিস্থিতিরও অবনতি হয়েছে। সারা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ৫০০০ জনের। আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ৮১৮ জন।
জানা গেছে, করোনা ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে কর্ণাটকের ৭৬ বছর বয়সি বৃদ্ধের৷ মৃত বৃদ্ধের বাড়ি কর্নাটকের গুলবর্গায়। গত কয়েকদিন ধরে তেলঙ্গনার হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধ। ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি৷ কর্ণাটকের স্বাস্থ্য দফতরের কমিশনার জানিয়েছেন, ‘কালবুর্গির বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধ করোনা ভাইরাস সংক্রমণের জেরেই মারা গিয়েছেন বলে নিশ্চিত হয়েছে।’
এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রুখতে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে সকলের পাশে থাকা খুব দরকার৷ দেশের প্রত্যেকটি এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে৷ তিনি বলেন, ‘দেশের সব জায়গা থেকে রক্তের নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে৷ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে জ্বর হচ্ছে না৷ কয়েক দিন পর থেকেই অসুস্থতা দেখা দিচ্ছে৷’ তবে ভারতে করোনার জেরে এই প্রথম মৃত্যু হল।