সিএএ-র বিরুদ্ধে উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের চলছিল পড়ুয়াদের বিক্ষোভ। আর সেই বিক্ষোভের গুলি চালানোর অভিযোগ উঠেছিল এক অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে। গত ২৩ ফেব্রুয়ারির সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে। দিন কুড়ি কেটে যাওয়ার পর অবশেষে ওই ঘটনায় গ্রেফতার করা হল স্থানীয় এক বিজেপি নেতাকে। ধৃতের নাম বিজয় বর্ষনে। একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিগড়ের পুলিশ সুপার অরবিন্দ কুমার।
এই ঘটনায় আগেই মুস্তাকিম, আনওয়ার, সাবির, ইমরান এবং ফাহিমুদ্দিন নামের পাঁচ ছাত্রকে আটক করা হয়েছিল। সেই সময়ে অভিযোগ উঠেছিল যাঁদের উপর আক্রমণ হল, তাঁদেরকেই আটক করল বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পুলিশ। এদিন পুলিশের তরফে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিজয়কে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরে তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিএএ বিরোধী আন্দোলন রুখতে প্রথম থেকেই কড়া যোগী আদিত্যনাথের সরকার। এতটাই কড়া যে কারা সেই আন্দোলনে যুক্ত ছিলেন, তাঁদের ছবি দিয়ে লখনউ শহর হোর্ডিংয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। সে নিয়ে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। প্রথমে এলাহাবাদ হাইকোর্ট বলে ওই হোর্ডিং নামিয়ে ফেলতে। ‘অন্যায় হয়েছে’ বলেও মন্তব্য করে ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে গতকালই সুপ্রিম কোর্টে হোর্ডিং মামলার শুনানি ছিল। সেখানেই আরও একবার ধাক্কা খায় যোগী সরকার।