রোদ্দুর রায়ের গ্রেফতারির দাবিতে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন বাংলার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। প্রতিটি জেলার মুখ্য থানায় অভিযোগ দায়েরের পর এদিন সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট থানায় এফআইআর করেন তাঁরা। বিতর্কিত এই ইউটিউবারকে গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারও।
অশ্লীল শব্দ প্রয়োগ করে রবীন্দ্র সঙ্গীত ও নজরুলের গান গেয়ে বিতর্কের শীর্ষে ইউটিউবার রোদ্দুর রায়। রবীন্দ্রভারতী কাণ্ডের পর তাঁর প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণের। মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছে। রোদ্দুর রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।
পাশাপাশি, প্রতিটি জেলার মুখ্য থানায় এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁরা। এরপর বৃহস্পতিবার সকালে রোদ্দুর রায়কে গ্রেফতারির দাবি জানিয়ে ব্যানার নিয়ে কালীঘাটে হাজির হন এই শিক্ষক সংগঠন। কালীঘাট থানায় অভিযোগ দায়েরের পর মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে হাজির হন তাঁরা। এদিকে রোদ্দুর রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্বভারতীও। বিতর্কিত এই ইউটিউবারকে গ্রেফতার করার দাবিতে সরব সেখানকার পড়ুয়ারাও।