বৃহস্পতিবার থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত সিনেমা হল রক্সি৷ ১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এই ছবি দেখতে রক্সিতে গিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাসচন্দ্র বসু।
মাল্টিপ্লেক্সের রমরমায় কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। মেট্রো, লাইট হাউস, গ্লোব, জ্যোতির পর এবার সেই তালিকায় নাম লেখাল রক্সিও। এই সিনেমা হলের ওপরের গম্বুজটি ব্রিটিশ স্থাপত্য অনুকরণে তৈরি হয়।
প্রসঙ্গত, ১৯০৮-০৯ সালে অপেরা হাউজ হিসেবে পথ চলা শুরু করেছিল রক্সি। তখন তার নাম ছিল এম্পায়ার থিয়েটার। চল্লিশের দশকের শুরুতেই তা পরিবর্তিত হয়ে সিনেমা হলে পরিণত হয়। রক্সিতে প্রদর্শিত প্রথম ছবি ছিল তত্কালীন সুপারস্টার অশোক কুমার অভিনীত ‘নয়া সংসার’।