বারবার তৃণমূল কর্মীরা খুন হলে, দলীয় কর্মীরা চুপ থাকবেন না বলে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। সুফল বাগদি খুনের প্রসঙ্গ টেনে এনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুরেরও হুঁশিয়ারি দেন তিনি। বুধবারের লাভপুরের ওই জনসভা থেকে নাম না করে মনিরুল ইসলামকেও তুলোধনা করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। অনুব্রতর কথায়, “ডাস্টবিন থেকে তুলে এনে একজনকে লাভপুরের বিধায়ক করেছিলাম। ভেবেছিলাম, ভাল মানুষ হবে, কাজ করবে।” একইসঙ্গে তাঁর হুমকি, “এবার ভোটে দাঁড়ালে কুকুরকে যে ভাবে তাড়ানো হয়, সেইভাবে তাড়ানো হবে।”
প্রসঙ্গত, তৃণমূল কর্মী সুফল বাগদি খুনের প্রতিবাদে বুধবার লাভপুরের বাঘা গ্রামে গ্রামে একটি সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল থেকে জিতে পরে বিজেপিতে নাম লেখানো বিধায়ক মনিরুল ইসলামের উদ্দেশে তোপ দাগেন অনুব্রত। তিনি বলেন, ‘ভাল কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে। এক মাথামোটা, ডাস্টবিন থেকে তুলে এনে তাঁকে এমএলএ করেছিলাম। ডাস্টবিনে জানেন তো? অনেক ময়লা পড়ে থাকে। সেই ময়লাটা পুকুরে ধুয়ে এমএলএ করেছিলাম।’ এরপর তিনি বলেন, লাভপুরে তৃণমূলের হয়ে যেই দাঁড়ান না কেন, ৬০ হাজার ভোটে জিতব। এখানে উন্নয়ন করেছি, তাই মানুষের ভোট চাওয়ার অধিকার আমাদের আছে।
এদিন অনুব্রত মণ্ডল বলেন, “সুফল বাগদী ভাল কর্মী ছিলেন। ভাল কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে। যাঁরা খুনের সঙ্গে যুক্ত, তাঁদের কাউকে ছাড়া হবে না।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “লাভপুরের বারবার তৃণমূল কর্মী খুন হবে, মানুষ তা মেনে নেবে না। যে খুন করবে সে পালিয়ে গেলেও মানুষ তার ঘর চারিয়ে মাঠ বানিয়ে দেবে।”