করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ফের নতুন নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত পরশু তিনি বলেছিলেন, ‘করোনা ভাইরাসে কিচ্ছু হবে না, মায়ের আশীর্বাদ আছে।’ আর এদিন দিলীপ নয়া দাওয়াই দিলেন। বললেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাদা পরিষ্কার কাপড় কেটে নিজেরাই মাস্ক তৈরি করে নিন।’ বিজেপি রাজ্য সভাপতির কথায়, ‘এত মাস্ক সাপ্লাই দেওয়া যাবে না।’ বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
প্রসঙ্গত, বিশ্বে আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাস। করোনার সংক্রমণকে ‘বিশ্ব মহামারী’ বলে ঘোষণা করেছে হু। কোনও দেশই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এখন এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসকদের প্রাথমিক পরামর্শ, মাস্ক ব্যবহার করুন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা প্রধানত এন৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
https://www.facebook.com/367086137132224/posts/798151380692362/?vh=e&d=n
পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। কারও হাঁচি-কাশি রয়েছে, তাঁর থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে কথা বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবার কারও হাঁচি-কাশির সময় তাঁরও নাকে-মুখে চাপা দেওয়া আবশ্যিক। করোনা আতঙ্কে কার্যত ত্রাহি ত্রাহি রব উঠেছে। ভারতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে জমায়েত এড়িয়ে চলতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযথা আতঙ্ক না ছড়িয়ে সবরকম সাবধানতা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর দলের এক রাজ্য সভাপতির ‘সাদা কাপড় কেটে মাস্ক বানানো’র পরামর্শে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। তবে নিজস্ব ঢঙে বিভিন্ন সময়ে ‘টোটকা’ দিয়ে এর আগেও শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। আর এদিন ফের নয়া নিদান দিয়ে অবাক করে দিলেন চিকিৎসক মহলকে।