পুর নির্বাচনের এক মাস আগেই মহেশতলা পুরসভা নির্বাচনে আবার দুলাল দাসকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে প্রচার সারলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার বিকেলে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে আক্রা বাজার, শ্মশান সংলগ্ন এলাকায় কস্তুরী দাস সরণি বাইপাস রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল দাস, বিধায়ক আবদুল খালেক মোল্লা–সহ অন্যরা। এখানেই মেয়র বলেন, “কোনও সাম্প্রদায়িক দলকে বিশ্বাস করবেন না। তাদের কথা শুনবেন না। তারা ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসবে আবার ভোটের পর চলে যাবে”।
এদিন মন্ত্রী মহেশতলার পুর বাসিন্দাদের জন্য ৪০০ কোটি টাকা ব্যয়ে জলের রিজার্ভারের কথা ঘোষণা করেন। মন্ত্রীর কথায়, প্রয়াত প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস এই রাস্তার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার ফলে এই রাস্তা। এদিন বিধায়ক দুলাল দাস বলেন, “এখানে একটা বাসরুটের কথাও ভাবা হয়েছে। একটি নার্সিং কলেজ তৈরির চিন্তাভাবনা আছে। এলাকার মেয়েরা যাতে পড়াশোনা করে কর্মসংস্থান পান”।
এদিন দুলাল দাসের প্রচারে মেয়র বলেন, “বিজেপিকে বিশ্বাস করবেন না। ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসবে আবার ভোটের পর চলে যাবে। কিন্তু মহেশতলার মানুষের পাশে আমরা আছি। ভোটের পরেও মুখ্যমন্ত্রী থাকবেন। বিধায়ক দুলাল দাস থাকবেন। বলবেন যখন ডাকি তখন পাই, দুলাল দাসকে আবার চাই”।