মধ্যপ্রদেশে সরকার ফেলতে মরিয়া বিজেপি। ২২ বিধায়ক-সহ কংগ্রেস ছেড়েছেন সোনিয়া-রাহুল ঘনিষ্ঠ মাধবরাও-পুত্র। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের ঘোরসঙ্কটে পাশে দাঁড়িয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। তাঁর কথায়, এভাবে বেশিদিন ক্ষমতা দখল করে থাকতে পারবে না বিজেপি। মানুষই এর যোগ্য জবাব দেবে। জিততে না পেরে চুরি করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। দুঃসময়ে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বার্তা এনসিপির নবাব মালিকের।
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তাই দেশেও তেল দাম কমানো উচিত বলে সওয়াল করেছেন রাহুল। এরপরই টুইটারে প্রধানমন্ত্রীর দফতরকে উদ্দেশ্য করে রাহুল লেখেন, “বিশ্বের বাজারে কমতে থাকা তেলের দাম থেকে নজর ঘোরাতেই নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে ব্যস্ত প্রধানমন্ত্রী।
বুধবার সকালে একটি টুইটে রাহুল লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদী, আপনি তো নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার কাজে ব্যস্ত। এদিকে যে গোটা বিশ্বে তেলের দাম ৩৫ শতাংশ কমে গিয়েছে, সেদিকে আপনার নজর না যাওয়াই স্বাভাবিক। আপনি কি দয়া করে পেট্রোলের দাম লিটার পিছু ৬০ টাকার কম দামে বিক্রির ঘোষণা করে ভারতীয়দের উপকার করতে পারেন? আপনি যদি এটা করেন তবে দেশের ধুঁকতে থাকা অর্থনীতি একটু হলেও গতি পাবে।’